কুষ্টিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার, ৪০০ সিম জব্দ
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কুষ্টিয়া সদর উপজেলার দহোকুলা থেকে গতকাল মঙ্গলবার রাতে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন ও ৪০০ পিস সিমকার্ড জব্দ হয়। বুধবার (২৯ মে) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার দহোকুলা গ্রামের তরিকুল ইসলাম (৩৫) ও কুবাদ আলী (৪২)। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা আল-আমিন শেখ (২৮) কাজের সন্ধানে লিবিয়ায় যান। সেখানে যাওয়ার দুই বছর পর তিনি মানবপাচার চক্রের কবলে পড়েন। ওই চক্রের ৪-৫ জন সদস্য আল আমিনকে লিবিয়ায় একটি বাড়িতে আটকে রাখেন। তাকে মেরে ফেলার হুমকি দিয়ে মোবাইল ফোনে ১০ লাখ টাকা দাবি করে চক্রের সদস্যরা। এরপর ওই ব্যক্তিরা মারধর করার অডিও, ভিডিও ও ছবি আল-আমিনের পরিবারের সদস্যদের কাছে পাঠায়। আল-আমিনকে বাঁচাতে তার পরিবারের লোকজন অপহরণকারী চক্রের দেওয়া ফোন নম্বরে তিন বারে মোট ১০ লাখ টাকা পাঠান। ওই ঘটনা উল্লেখ করে গত ৬ মে আল-আমিনের ছোট ভাই আরিফুরজ্জামান বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে লোহাগড়া থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর গোয়েন্দা পুলিশ মানবপাচার চক্রের সদস্যদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার দহোকুলা গ্রাম থেকে থেকে ৮টি মোবাইল ফোন ও ৪০০ পিস মোবাইল ফোনের সিমকার্ডসহ তরিকুল ও কুবাদকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, তারেক আল মেহেদী, দোলন মিয়া, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম প্রমুখ।
শরিফুল/মাসুদ