ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ২৯ মে ২০২৪  
চকরিয়ায় বন্যহাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু

ফাইল ফটো

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই জন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাকারা ইউনিয়নের ফুলেরছড়া গর্জনিয়া পাহাড়ে ঘটনাটি ঘটে। বুধবার (২৯ মে) সকালে কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫০)। তিনি একই এলাকার খুইল্ল্যা মিয়ার ছেলে। পেশায় দিনমজুর। আহত দুই জনের নাম জানা যায়নি।

স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন, গতকাল রাতে খাবার খেয়ে নুরুল ইসলাম পরিবারের অন্যদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। এক পর্যায়ে গহীন পাহাড় থেকে নেমে আসা ৫ থেকে ৬টি বন্যহাতি তার বসতঘরে হামলা করে। হাতির আক্রমণে ঘরটি তছনছ হয়ে যায়। বন্যহাতির আক্রমণে নুরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। এসময় দুই জন আহত হন। আহতদের উদ্ধার স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। 

আরো পড়ুন:

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়