গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন
গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে ২১টি পদে দুটি প্যানেলে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখা ২,২০৩ জন।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। আধা ঘণ্টা মধ্যাহ্ন বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। বঙ্গবন্ধু আওয়ামী লীগ আইনজীবী পরিষদ থেকে সাদা প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট বারিউল সিদ্দিকসহ অন্যান্য পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নীল প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট ড. মোহাম্মদ শহীদুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামসহ ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
অ্যাডভোকেট আশিকুর রহমান বলেন, আজ সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। আদালত পাড়ায় সবার মধ্যে উৎসব বিরাজ করছে৷
রেজাউল/ফয়সাল