ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অটোরিকশা চালককে হত্যায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ৩০ মে ২০২৪  
অটোরিকশা চালককে হত্যায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফাইল ফটো

ফরিদপুরে নাঈম শেখ নামে এক অটোরিকশা চালককে হত্যায় আশিক শেখ (১৮) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিল। দণ্ডপ্রাপ্ত আশিক ফরিদপুর সদর উপজেলার লোকমান খাঁর ডাঙ্গী এলাকার মজিবর শেখের ছেলে।

আরো পড়ুন:

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ শে এপ্রিল নাঈম শেখ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরের দিন নাঈমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২২ সালের ১৪ মে আশিক শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পি পি স্বপন পাল বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের সময় আসামির বয়স কম থাকায় তাকে এতদিন কিশোর উন্নয়ন কেন্দ্রে রাখা হয়েছিল। সেখান থেকে আজ কারাগারে পাঠানো হয়েছে।

তামিম/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়