ঢাকা     বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৪ ১৪৩২

লালমনিরহাটে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৫

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ৩০ মে ২০২৪  
লালমনিরহাটে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৫

লালমনিরহাটে ঝড়ে শতাধিক ঘরবাড়ি ও অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। এ সময় গাছচাপা পড়ে আহত হয়েছেন ৫ জন। উপড়ে পড়েছে বৈদ্যুতিক খুঁটি।

বুধবার (২৯ মে) দিবাগত রাতে জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ও ডাউয়াবাড়ি ইউনিয়ন এবং কালীগঞ্জ উপজেলার মদাত ও ভোটমারী ইউনিয়নের কয়েকটি গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়।

সরেজমিনে কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, ঝড়ে শতাধিক বসতবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন দুই উপজেলার বেশিরভাগ গ্রাম।

লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতিষ্ঠানের তালিকা করা হচ্ছে। তালিকা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জামাল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়