টিফিন ক্যারিয়ারে গরম ভাতের নিচে পাচার হচ্ছিল গাঁজা
কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
টিফিন ক্যারিয়ারে উপরের বাটিতে রান্না করা মুরগির মাংস। তার নিচে তিনটি বাটিতে গাঁজা রেখে উপরে ভাতের আবরণ দেওয়া। প্রথম দেখায় যে কেউ ভাববেন কারো জন্য রান্না করে গরম ভাত ও মাংস নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে গাঁজা ভর্তি টিফিন ক্যারিয়ারসহ এক নারীকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় উদ্ধার করা হয় ৮ কেজি গাঁজা। আকট নারীর নাম হেলেনা বেগম। তার বাড়ি বরগুনার বেতাগীতে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হেলেনা জানিয়েছেন, তিনি কুমিল্লা থেকে গাঁজা ও মাদক নিয়ে বরগুনা সরবরাহ করতেন। এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।
রুবেল/কেআই