ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কমলগঞ্জে টিলা ধসে নারী চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ৩০ মে ২০২৪   আপডেট: ২১:৪৮, ৩০ মে ২০২৪
কমলগঞ্জে টিলা ধসে নারী চা শ্রমিকের মৃত্যু

ফাইল ফটো

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বনবিটের অধীন কালেঞ্জি খাসিয়া পুঞ্জি এলাকায় টিলা ধ্বসে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম গীতা কাহার (৩০)। তিনি পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের মৃত শংকর কাহারের মেয়ে।

স্থানীয়ারা জানান, দুপুরে কয়েকজন শ্রমিক কালেঞ্জি খাসিয়া পুঞ্জি এলাকায় কাজে যান। সে সময় টিলা ধ্বসে মাটিচাপা পড়ে চা শ্রমিক গীতা কাহারের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ চক্রবর্তী শিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

হামিদ/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়