ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থী নিহত

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ৩০ মে ২০২৪  
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থী নিহত

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আয়শা সিদ্দিকা নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত আয়শা সিদ্দিকা আঁখি কালীগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলার দক্ষিণ ঘনশ্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে কালীগঞ্জ সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বুড়িমারী থেকে লালমনিরহাটগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি দক্ষিণ ঘনশ্যাম এলাকা অতিক্রম করছিল। এসময় আঁখি রেললাইনে উঠে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার মাথা ও শরীর দ্বিখন্ডিত হয়ে যায়।

আরো পড়ুন:

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ঘটনাস্থনে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জামাল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়