মেঘনায় ভাসমান মরদেহ উদ্ধারের ৪ দিনেও শনাক্ত হয়নি পরিচয়
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৪৭, ৩০ মে ২০২৪
আপডেট: ২২:৪৯, ৩০ মে ২০২৪

চাঁদপুরের হাইমচরের মেঘনা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধারের ৪ দিনেও পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশের একাধিক টিম এ বিষয়ে কাজ করছে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) রাতে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেকের।
তিনি বলেন, মরদেহটি একজন পুরুষের। তার বয়স আনুমানিক ৩৫ বছর হবে। পিবিআই ও সিআইডি মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
এর আগে, গত রোববার হাইমচরের গাজীপুর ইউনিয়নের মাঝির বাজারের গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকার মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে নীলকমল নৌ পুলিশ।
অমরেশ/কেআই