ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

রাঙামাটিতে গুলিতে আহত ইউপি চেয়ারম্যান মারা গেছেন

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ৩১ মে ২০২৪  
রাঙামাটিতে গুলিতে আহত ইউপি চেয়ারম্যান মারা গেছেন

আতোমং মারমা। ফাইল ফটো

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আহত বড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমা (৫১) মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২২ মে বড়তলী মারমা পাড়ায় একটি মাচাং বাড়িতে নৈশভোজের প্রস্তুতিকালে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বান্দরবান জেলার রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নতি চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত আতুমং মারমা পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মী ছিলেন।

বিজয়/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়