ভেড়ামারায় ৮৬৬ জন পানচাষিকে ১ কোটি ৬৪ লাখ টাকা অনুদান
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮৬৬ জন পানচাষি ১ কোটি ৬৪ লক্ষ টাকার অনুদান পেলেন।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া বিজেএম কলেজ মাঠে ক্ষতিগ্রস্ত চাষিদের মধ্যে এই অনুদানের চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল ও উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ জন পানচাষিকে জনপ্রতি ৪০ হাজার টাকা, ১১০ জন পানচাষিকে জনপ্রতি ৩০ হাজার টাকা, ৫২৪ জন পানচাষিকে জনপ্রতি ২০ হাজার টাকা এবং ২১৯ জন পানচাষিকে জনপ্রতি ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২০ এপ্রিল ভেড়ামারা উপজেলার রায়টা, কুচিয়ামোড়, ফয়জুল্লাপুর, আড়কান্দি ও মাধবপুর এলাকার চাষিদের বিপুল পরিমাণ পান বরজ আগুনে ভষ্মীভূত হয়। এতে নিঃস্ব হয়ে যায় হাজারো পান চাষি। অনুদানের এ চেক পেয়ে আনন্দ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পানচাষিরা।
কাঞ্চন/টিপু