ঢাকা     শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১২ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ৩১ মে ২০২৪   আপডেট: ১৬:০৮, ৩১ মে ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হন।

শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গৌতমপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিনের ছেলে মিথুন (২৮) ও একই উপজেলার সুতিয়ারা গ্রামে নুরুল ইসলামের ছেলে শামছু মিয়া (২৪)।

আরো পড়ুন:

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিখাতা হাইওয়ে থানার এসআই মো. সারোয়ার জানান, সকালে সুহিলপুর ইউনিয়নের গৌতমপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে নাসিরনগরগামী একটি সিএনজিচালিত অটোরিকসার সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান।

এ ছাড়াও আহত দুই জনকে উদ্ধার করে স্থানীয় ঘাটুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাইনুদ্দীন/ইমন

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়