সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মো. শফিউল্লাহ মিয়া আর নেই
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা, সরকারের শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শফিউল্লাহ মিয়া আর নেই।
শুক্রবার (৩১ মে) ভোর ৬ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার সিএম এইচ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
তিনি ছিলেন ১৯৭২ সালে বিসিএস ব্যাচের মেধাবী অফিসার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মো. শফিউল্লাহ মিয়া তার চাকরি জীবনে প্রথমে ম্যাজিস্ট্রেট, এরপর পর্যায়ক্রমে এডিসি, ডিসি, উপ সচিব, সচিব ছিলেন। ২০০৫ সালে অবসরে যান তিনি।
আজ বাদ এশা রামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বরকন্দাজ বাড়িতে এই বীর সন্তানের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হবে।
মরহুমের একমাত্র ছেলে ডা. আব্দুল্লাহ আল মামুন বিসিএস ক্যাডার (স্বাস্থ্য), ফরিদগঞ্জ উপজেলার সাবেক মেডিক্যাল অফিসার ও বর্তমানে ঢাকা সরকারি চক্ষু হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত। তিনি সকলের কাছে বাবা মাগফিরাতে দোয়া চেয়েছেন।
জয়/টিপু