ঢাকা     বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৪ ১৪৩২

বগুড়ায় বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ১ জুন ২০২৪   আপডেট: ০৯:৪৯, ১ জুন ২০২৪
বগুড়ায় বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বগুড়ার শিবগঞ্জে বাসের ধাক্কায় মো. মজনু মিয়া (৩৫) নামে একজন ইজিবাইক চালক নিহত হয়েছেন। 

শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া মাদ্রাসা সংলগ্ন বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মজনু মিয়া শিবগঞ্জ ইউনিয়নের সাদুল্যাপুর বটতলী এলাকার আলিমুদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মজনু মিয়া বগুড়া থেকে তার ইজিবাইকে করে তেল নিয়ে গুজিয়া বন্দরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বগুড়া-রংপুর মহাসড়কের চকপাড়া আলিম মাদ্রাসার সামনে পৌঁছালে একটি অজ্ঞাত বাস ইজিবাইকটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি আব্বাস আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এনাম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়