ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

১২ জুন থেকে ফের চালু হচ্ছে চট্টগ্রাম–কক্সবাজার বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৮, ১ জুন ২০২৪   আপডেট: ১০:০৮, ১ জুন ২০২৪
১২ জুন থেকে ফের চালু হচ্ছে চট্টগ্রাম–কক্সবাজার বিশেষ ট্রেন

ফাইল ছবি

ইঞ্জিন ও জনবলসংকটের অজুহাতে বন্ধ করে দেওয়া চট্টগ্রাম–কক্সবাজার রুটের বিশেষ ট্রেন সার্ভিস ১২ জুন থেকে ফের চালু হতে যাচ্ছে। শুক্রবার (৩১ মে) রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী কক্সাবজার–চট্টগ্রাম রুটের বিশেষ ট্রেনটি আবার চালুর ঘোষণা দেন।

রেলওয়ে সূত্র জানায়, গত ঈদুল ফিতরের আগে চট্টগ্রাম–কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চালু হয়। যেটি ৩০ মে বন্ধের পূর্ব সিদ্ধান্ত ছিল। যাত্রী চাহিদা থাকলেও ইঞ্জিন ও জনবলসংকটের কারণে বিশেষ ট্রেনটি বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে, চট্টগ্রাম-কক্সবাজার রুটের জনপ্রিয় বিশেষ ট্রেনটি বন্ধ করে দেওয়ায় প্রতিবাদের ঝড় উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিযোগ উঠে, বাস মালিকদের বিশেষ সুবিধা দিতে বিশেষ এই ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

তীব্র প্রতিক্রিয়ার পর শুক্রবার রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী ১২ জুন থেকে বিশেষ ট্রেনটি ফের চালুর সিদ্ধান্তের কথা জানান।

রেজাউল/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়