ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

চুয়াডাঙ্গায় নিখোঁজের পর গলা কাটা মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ১ জুন ২০২৪  
চুয়াডাঙ্গায় নিখোঁজের পর গলা কাটা মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ জুন) সকাল ১০টার দিকে নিখোঁজের ২০ ঘণ্টা পর কালিভান্ডারদহ পীরতলা মাঠে সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। খবর পেয়ে জেলার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত আব্দুর রাজ্জাক ওরফে রাজাই (৫০) সদর উপজেলার সুবদিয়া গ্রামের মৃত দেছের আলীর ছেলে। তিনি কৃষিকাজ করতেন। 

নিহতের স্ত্রী পারুলা খাতুন জামান, শুক্রবার জুম্মার নামাজ পড়ে বাড়ি ফিরে ভাত খেয়ে পাঁচমাই গ্রামের মাঠে কাজ করতে গিয়ে আর ফেরেনি। রাতে তাকে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি। পরে সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা  মরদেহ দেখে পুলিশ ও পরিবারকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পারুলা খাতুন আরও বলেন, আম বাগান নিয়ে লাল্টু জোয়ারদারের সাথে আমার স্বামীর দীর্ঘদিন ধরে মামলা চলছে। এ ঘটনার সাথে যারা জড়িত আমি তাদের উপযুক্ত শাস্তি চাই।

এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, নিহত আব্দুর রাজ্জাকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। হত্যার সাথে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান অব্যাহত আছে। 

মামুন/ইমন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়