ঢাকা     রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৩ ১৪৩১

আশুলিয়ায় ওষুধ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ১ জুন ২০২৪  
আশুলিয়ায় ওষুধ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট

আশুলিয়ার ওষুধ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করা হয়

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ওষুধ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করা হয়েছে। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। 

শুক্রবার (৩১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে আশুলিয়ার ইয়ারপুর গ্রামের আবদুর রহমানের বাড়িতে ডাকাতি করা হয়। ভুক্তভোগী আবদুর রহমান পেশায় ওষুধ ব্যবসায়ী। ডাকাতির সময় বাড়িতে তার স্ত্রী, ছেলে ও ছেলের বউ ছিল। 

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, মধ্যরাতে বাড়ির বারান্দার গ্রিল কেটে ৫/৬ জনের ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। বাড়ির সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে সাড়ে তিন লাখ নগদ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে। এ সময় ডাকাতদের মারধরে বাড়ির মালিকসহ বাকি সদস্যরা আহত হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাদরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 

সাব্বির/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়