ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

পেকুয়ায় পুকুরে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ১ জুন ২০২৪   আপডেট: ১৬:৪৬, ১ জুন ২০২৪
পেকুয়ায় পুকুরে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু 

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাদিমাকাটা গ্রামে তারা মারা যায়।

মারা যাওয়া শিশুরা হলেন- কাদিমাকাটা গ্রামের জহির আহমদের মেয়ে মুন্নি (৪)। অপর জন হলো একই ইউনিয়নের মধুখালী এলাকার বেলাল উদ্দিনের মেয়ে মনিরা (৩)। মুন্নি ও মুনিরা সম্পর্কে খালা-ভাগ্নি।

পরিবারের সদস্যরা জানান, আজ সকাল ৭টার দিকে দুই শিশু উঠানে খেলা করছিল। এক পর্যায়ে তারা বাড়ির পাশের পুকুর পাড়ে চলে যায়। পরিবারের সদস্যরা ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য মুন্নি ও মুনিরাকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে তারা পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান শিশু দুটিকে। পরে তারা গুরুতর অবস্থায় উদ্ধার করে শিশুদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ইউপি সদস্য আলমগীর আলম বলেন, স্থানীয় জহির আহমদের মেয়ে জোবাইদা বাবার বাড়িতে তার শিশু কন্যা মনিরাকে নিয়ে গত দুই বছর ধরে থাকছে। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। 

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, সকাল ৮টার দিকে দুটি শিশুকে পেকুয়া হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন স্বজনরা। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। 

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়