ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ প্রধান বিচারপতির 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ১ জুন ২০২৪  
বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ প্রধান বিচারপতির 

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ময়মনসিংহে ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন

বিচারকদের বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, ‘প্রত্যেক নাগরিকেরই আইনের আশ্রয়লাভ ও ন্যায়বিচার প্রাপ্তির অধিকার আছে। মানুষের সেই অধিকার নিশ্চিত করতে জেলা জজেরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন।’ 

শনিবার (১ জুন) দুপুরে ময়মনসিংহ জজ আাদালতে আগত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধনকালে প্রধান বিচারপতি এসব কথা বলেন। পরে টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। 

অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন, রেজিস্টার মশিউর রহমান, জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল ইসলাম, জেলা প্রশাসক দিদারে আলম মুহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আইনজীবী সমিতির সভাপতি ফজলুল হকসহ বিচারক ও সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। 

মিলন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়