ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

বাড়ি ফিরেছেন ঘূর্ণিঝড় রেমালে নিখোঁজ ৩ জেলে 

সাতক্ষীরা প্রতিনিধি    || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ১ জুন ২০২৪   আপডেট: ১৮:১১, ১ জুন ২০২৪
বাড়ি ফিরেছেন ঘূর্ণিঝড় রেমালে নিখোঁজ ৩ জেলে 

ফিরে আসা জেলেরা

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় রেমালের কবলে পড়ে নিখোঁজ তিন জেলে বাড়ি ফিরলেন। শনিবার (১ জুন) সকাল ৮টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ওই জেলেরা সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসেন। ফলে স্বস্তি ফিরেছে তাদের পরিবারের সদস্যদের মধ্যে।

ফিরে আসা জেলেরা হলেন- চন্ডিপুর গ্রামের বাবুর আলীর ছেলে সাইদুর রহমান (৪২), একই গ্রামের হযরত আলীর ছেলে হায়দার আলী (৩০) ও গোলাম রব্বানীর ছেলে লিফন (৩০)।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের আগে সুন্দরবনে যাওয়া ৩ জেলে এখনও বাড়ি ফেরেননি

আরো পড়ুন:

ফিরে আসা জেলে হায়দার আলী জানান, গত ২৫ মে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে দুটি নৌকায় তারা ৬ জন সুন্দরবনের ভেতরে নদীতে মাছ ধরতে যান। দুটি নৌকায় ছিলেন সাইদুল, মাকছুদুল, বাসার, আয়ুব আলী, লিফন ও হায়দার। সুন্দরবনে পৌঁছানোর পর তারা ভাগ হয়ে মাছ ধরতে শুরু করেন নদীতে। গত ২৬ মে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানে। এসময় তাদের বহনকারী নৌকাটি ঝড়ের কবলে পড়ে। নৌকাটিতে তিনি, সাইদুল ও লিফন ছিলেন। 

তিনি আরও জানান, ঝড় চলাকালে তারা সুন্দরবনের ভেতরে আশ্রয় নেন। গহীন সুন্দরবনে নেটওয়ার্ক না থাকায় তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। ৬ দিন পর আজ শনিবার তারা অন্য জেলে নৌকার সহযোগিতায় বাড়িতে ফিরেছেন।

পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য  শেখ জামাল উদ্দিন বলেন, নিখোঁজ তিন জেলে সুস্থ অবস্থায় আজ বাড়ি ফিরে এসেছেন। তাদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

ইউপি চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম জানান, জেলেরা আজ সকালে ফিরে এসেছেন। তারা সুস্থ আছেন।  

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়