ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে কিডনি ডায়ালাইসিসের উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ১ জুন ২০২৪   আপডেট: ২০:৪১, ১ জুন ২০২৪
পঞ্চগড়ে কিডনি ডায়ালাইসিসের উদ্বোধন

পঞ্চগড় জেলায় বাড়ছে কিডনি জটিলতা আক্রান্ত রোগী। এ সকল রোগীর বেঁচে থাকার অন্যতম মাধ্যম ডায়ালাইসিস। পঞ্চগড় শহরের ‘এসবিএফ সিলিকন ভ্যালি অ্যারিজোনা কিডনি ডায়ালাইসিস সেন্টারের’ উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১ জুন) বিকেলে জেলা শহরের কায়েতপাড়া এলাকায় এই কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা। 

আরো পড়ুন:

সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার হোসনে আরা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় এমআর কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাইদ, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউরোলজি সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা শহীদুল ইসলাম সুগম প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষজন কিডনি জটিলতাসহ নানা চিকিৎসা সেবা নিতে রংপুর, দিনাজপুর কিংবা ঢাকামুখী হয়ে থাকেন। এতে রোগীকে দীর্ঘ পথে যাতায়াতে ভোগান্তি, আর্থিক ও সময় অপচয়সহ নানা হয়রানিতে পড়তে হয়। তবে আমেরিকা প্রবাসির উদ্যোগে স্বল্প খরচে আধুনিক ও মানসম্মত কিডনি ডায়ালাইসিস করতে প্রান্তিক জেলা পঞ্চগড়সহ ২১টি জেলায় ২৩টি কেন্দ্রে কিডনি ডায়ালাইসিস করা হচ্ছে। 

পঞ্চগড়ে ৮টি বেডে প্রতিদিন অন্তত ২৪ জন রোগীকে ডায়ালাইসিস সেবা দেওয়া সম্ভব। সুন্দর পরিবেশে স্থায়ী চিকিৎসক নার্সের সমন্বয়ে ডায়ালাইসিস সেবা দেওয়া হচ্ছে বলে জানান কিডনি ডায়ালাইসিস সেন্টার কর্তৃপক্ষ। জেলায় প্রায় ৬০ জনেরও বেশি কিডনি রোগে আক্রান্ত রয়েছে বলেও জানান তারা। 

নাঈম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়