ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

ছাতকের নিম্নাঞ্চলে প্রবেশ করেছে সুরমার পানি, নেই বন্যার সম্ভাবনা

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৮, ১ জুন ২০২৪   আপডেট: ২১:০৯, ১ জুন ২০২৪
ছাতকের নিম্নাঞ্চলে প্রবেশ করেছে সুরমার পানি, নেই বন্যার সম্ভাবনা

সুনামগঞ্জে গত দুই দিন খুব বেশি বৃষ্টিপাত না হলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ছাতক উপজেলার সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে নিম্নাঞ্চলের কিছু এলাকায় পানি প্রবেশ করেছে। নদ-নদীর পানি হাওরে প্রবেশ করায় বড় বন্যার ঝুঁকি দেখছে না পানি উন্নয়ন বোর্ড।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর ছাতক পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে ৮ সেন্টিমিটার। শনিবার (১ জুন) বিকেলে এই নদীর পানি ছাতক পয়েন্টে বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে নদীটির পানি গত ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার নিচে দিয়ে পানি প্রবাহিত হাচ্ছিল।

শনিবার বিকেলে সরজমিনে দেখা যায়, ছাতকের উপজেলার ধারণ বাজার, সেওতরপাড়া ও হরিপুরসহ কয়েকটি এলাকার গ্রামীণ সড়কে পানিতে তলিয়ে গেছে। এছাড়া ছাতক-গোবিন্দগঞ্জ ও ছাতক-দোয়ারা সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। 

আরো পড়ুন:

উপজেলার সেওতরপাড়া গ্রামের বাসিন্দা শাকিল আহমেদ বলেন, গতকাল রাতেও আমাদের আশপাশের সব গ্রামে এতো পানি ছিলো না। আজ সকাল থেকে পানি বাড়ছেই শুধু। আমাদের বাড়িতে যাওয়ার সড়কেও পানি উঠে গেছে। এভাবে পানি বাড়তে থাকলে আগামীকালকের মধ্যে ঘরে পানি উঠে যাবে। 

একই গ্রামের বাসিন্দা রুবেল মিয়া বলেন, এদিকে পানি কম আছে। আমাদের বাড়িতে পানি না উঠলেও রাস্তায় হাটু সমান পানি হয়েছে। বাড়ির সবাই আতঙ্কে আছেন। 

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না  বলেন, পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছি। বর্তমানে পানি আর বাড়ছে না। কয়টি জায়গায় সামান্য পানি উঠেছিল সেগুলো নেমে যাচ্ছে। আমরা বন্যা মোকাবিলার সব প্রস্তুতি নিয়েছি। শুকনো খাবার প্রস্তুত করেছি। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।  

তিনি আরও বলেন, ছাতক মূলত নিচু এলাকা। এখানে অনেকেই মাটি ভরাট করে বিল্ডিং বানিয়েছেন। যদি আর বৃষ্টি না হয় তাহলে এই পানি সহজে হাওরে নেমে যাবে। কোনো ধরনের গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ছাতকে সুরমা নদীর পানি আজ বেড়েছে। নিম্নাঞ্চলের কিছু জায়গায় পানি প্রবেশ করেছে। এই পানি স্থায়ীভাবে থাকবে না। হাওরগুলো খালি থাকায় দ্রুত পানি কমে যাবে। আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সুনামগঞ্জে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। 

মনোয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়