ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বগুড়ায় তেলের দোকানে অগ্নিকাণ্ড

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ২ জুন ২০২৪   আপডেট: ০৯:০৪, ২ জুন ২০২৪
বগুড়ায় তেলের দোকানে অগ্নিকাণ্ড

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মহাসড়কের পাশে একটি তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১ জুন) রাত সোয়া ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, রাত সোয়া ১১টার দিকে হাসপাতাল রোড এলাকার জিন্নার তেলের দোকানে আগুন লাগে। খবর পেয়ে কয়েক দফায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের লিডার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরো পড়ুন:

এনাম/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়