ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ট্রেন বন্ধ রেখে বাস মালিকদের সুবিধা দেব এটা বিকৃত মানসিকতা: রেলমন্ত্রী

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ২ জুন ২০২৪   আপডেট: ০৯:৩৭, ২ জুন ২০২৪
ট্রেন বন্ধ রেখে বাস মালিকদের সুবিধা দেব এটা বিকৃত মানসিকতা: রেলমন্ত্রী

রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, বাস মালিকদের সুবিধার জন্য ট্রেন বন্ধ রেখে তাদের সুবিধা দেব এটা বিকৃত মানসিকতার পরিচয়। রেলকে ব্যবহার করে কেউ সুবিধা নেবে এটা দিতে আমরা রাজি না।

শনিবার (১ জুন) রাজবাড়ীর পাংশা উপজেলায় কৃষি মেলা উদ্বোধন শেষে চট্টগ্রাম–কক্সবাজার রুটের বিশেষ ট্রেন বন্ধ হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মাঝে মাঝে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে দু-একটি ট্রেন বন্ধ রাখা হয়। বর্তমানে রেলপথ সম্প্রসারণ হচ্ছে, রেলের নতুন নতুন বগি আসছে। আমরা এরই মধ্যে ভারত থেকে ২০০ বগি আনার জন্য চুক্তি করেছি। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে আরও ২৬০টি বগি আসবে; খুব তাড়াতাড়ি সেই চুক্তি হবে।

জিল্লুল হাকিম আরও বলেন, মানুষের দোয়া ও সবার সহযোগিতায় এবারের ঈদ যাত্রায় আমরা সফল হব। আমরা চেষ্টা করছি, ভোগান্তি ছাড়া এবারের ঈদেও মানুষ ঘরে যাবে।

রবিউল/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়