ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বিজয়নগরে দুই চেয়ারম্যান প্রার্থীর ৪ সমর্থককে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ২ জুন ২০২৪  
বিজয়নগরে দুই চেয়ারম্যান প্রার্থীর ৪ সমর্থককে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে পোস্টারে পলিথিনের আবরণ, প্লাস্টিক ব্যানার ব্যবহার ও দুপুর ২ টার পূর্বে মাইকিং করার দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীর ৪ সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও বিজয়নগর উপজেলা নির্বাচনের নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক এই জরিমানা করেন।

জরিমানাদাতারা হলেন, নাছিমা মুকাই আলী (ঘোড়া প্রতীক) ও আল জাবের (আনারস প্রতীক) এই দুই চেয়ারম্যান প্রার্থীর ৪ জন সমর্থক।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অপরাধে ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। 

এ সময় উপস্থিত প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

রুবেল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়