ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

গাইবান্ধায় গৃহবধূকে গলা কেটে হত্যার ৩ আসামি গ্রেপ্তার 

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ২ জুন ২০২৪  
গাইবান্ধায় গৃহবধূকে গলা কেটে হত্যার ৩ আসামি গ্রেপ্তার 

গাইবান্ধায় গৃহবধু পাপিয়া বেগম (৪৫) কে গলা কেটে হত্যা মামলার ৩ আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

গ্রেপ্তারকৃতরা হলেন- পলাশবাড়ী উপজেলার বিরামের ভিটা গ্রামের চান মিয়ার ছেলে রাব্বি মিয়া, রাব্বি মিয়ার ভাই পাপুল মিয়া ও পাপুল মিয়ার স্ত্রী ইসমোতারা বেগম।

নিহত পাপিয়া বেগম একই এলাকার নুরুল হক মাস্টারের মেয়ে ও মনোহরপুর গ্রামের রিজু মিয়ার স্ত্রী।

রোববার (২ জুন) দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাশবাড়ী উপজেলার বিরামের ভিটায় রাব্বি মিয়ার সঙ্গে প্রতিবেশী নুরুল হকের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ১৮ মে সকালে আসামিরা তাদের লোকজন নিয়ে নুরুল হকের মেয়ে পাপিয়া বেগমকে আক্রমন করে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় নিহত পাপিয়ার ভাই আরিফুজ্জামান বাদী হয়ে পলাশবাড়ী থানায় ৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। তখন থেকে আসামিরা আত্নগোপনে ছিল। গতকাল শনিবার রাত ১১টার দিকে র‌্যাব-১৩ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার চর কাশিপুর এলাকা থেকে রাব্বি, পাপুল ও ইসমেতারা বেগমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

মাসুম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়