ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কক্সবাজারে অপহৃত ২ পর্যটক উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ২ জুন ২০২৪   আপডেট: ১৭:৩৬, ২ জুন ২০২৪
কক্সবাজারে অপহৃত ২ পর্যটক উদ্ধার

কিশোরগঞ্জ থেকে কক্সবাজার বেড়াতে এসে অপহৃত ২ পর্যটককে উদ্ধার করেছে র‍্যাব। শনিবার (১ জুন) ভোরে টেকনাফের উনচিপ্রাং এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পর্যটকরা হলেন- কিশোরগঞ্জ সদরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত সুকেশ চন্দ্র রায়ের ছেলে বিপ্লব কুমার রায় বাবু (৪৫) ও ইন্দ কুমার দাসের ছেলে সুমন চন্দ্র দাস (৩৫)।

র‍্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, গত ২৫ মে বিপ্লব কুমার রায় বাবু ও তার বন্ধু সুমন চন্দ্র দাস কক্সবাজারে বেড়াতে আসেন। এরপর থেকেই তাদের ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ পায় পরিবারের সদস্যরা।

পরে বিপ্লব কুমার রায়ের মোবাইল থেকে কল দিয়ে জানানো হয়, তাদের অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করছে অপহরণকারীরা। এ ঘটনায় বিপ্লব কুমার রায়ের ছোটভাই বিপুল কুমার রায় বাপ্পি বাদী হয়ে র‌্যাবের কাছে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল শনিবার ভোরে অভিযান চালিয়ে টেকনাফের উনচিপ্রাং এলাকা থেকে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। সেই সঙ্গে অপহরণকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

তারেকুর/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়