ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মায়ের কাছে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা! 

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২ জুন ২০২৪  
মায়ের কাছে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা! 

নীলফামারীর ডোমার উপজেলায় রাব্বী ইসলাম (২০) নামে এক যুবক আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে রাব্বী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২ জুন) সকালে ডোমার মাদরাসা পাড়ার একটি আম গাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। 

রাব্বী ইসলাম ওই এলাকার নিয়াজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বী নিয়মিত মাদক সেবন করতেন। মাদক সেবনের জন্য বাবা-মায়ের কাছ থেকে টাকা চেয়ে না পেলে বাড়ির জিনিসপত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি প্রায় প্রতিদিনই রাব্বী বাবা-মাকে গালাগালি ও মারধর করতো বলেও অভিযোগ রয়েছে। আজ (রোববার) সকালে রাব্বী বাড়ির পাশে একটি আমগাছে উঠে আম খায়। এরপর সেই গাছেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন আলী বলেন, মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে রাব্বী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। 

সিথুন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়