ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

শেষ সময়ে প্রচার-প্রচারণায় জমে উঠেছে কলাপাড়ার নির্বাচন

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ২ জুন ২০২৪  
শেষ সময়ে প্রচার-প্রচারণায় জমে উঠেছে কলাপাড়ার নির্বাচন

প্রার্থীদের প্রচার-প্রচারণায় শেষ সময়ে জমে উঠেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন। ভোটারদের মাঝেও লক্ষ্য করা গেছে উৎসবের আমেজ। 

কলাপাড়া উপজেলা ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। এ উপজেলায় সমুদ্র সৈকত কুয়াকাটা। অন্যদিকে পায়রা বন্দর ও তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ সরকারের বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান থাকায় এ উপজেলার গুরুত্ব অনেক বেশি। আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে এ উপজেলা পরিষদের নির্বাচন। 

৪৯২.১০২ বর্গ কিলোমিটার আয়তনের কলাপাড়া উপজেলার ভোটার সংখ্যা ২ লক্ষ ১ হাজার ৬৩৮ জন। ভোটে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ঘোড়া প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, আনারস প্রতীকে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ এবং দেয়াত কলম প্রতীকে জেলা কৃষক লীগ নেতা ও সাবেক টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ আকতারুজ্জামান কোক্কা। 

ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- চশমা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী, টিউবওয়েল প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, বই প্রতীকে উপজেলা কৃষকলীগের নেতা আলহাজ্ব মো. ইব্রাহীম খলিল। 

সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন- সেলাই মেশিন প্রতীকে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদিকা শাহিনা পারিভিন সীমা, কলস প্রতীকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য নাজমুন নাহার মলি, ফুটবল প্রতীকে মোসা. রাশেদা বেগম ও হাঁস প্রতীকে মোসাম্মাৎ লাইজু হেলেন লাকি। 

উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে শেষ সময়ে সকাল থেকে মধ্যরাত অবধি চলছে প্রার্থীদের প্রচারণা। চলছে উঠান বৈঠক এবং সভা সেমিনার। ভোট প্রার্থণায় যেন দম ফেলার ফুসরত নেই প্রার্থীসহ তাদের স্বজনদের। মাইকিং থেকে শুরু করে পোস্টার, ব্যানার ও লিফলেটে ছেয়ে গেছে পুরো এলাকা। অন্যদিকে প্রার্থীদের নিয়ে চায়ের কাপে চলছে ভোটারদের তুমুল আলোচনা-সমালোচনা। রাস্তাঘাটসহ নানা উন্নয়নের আশায় যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে চান ভোটররা। 

কলাপাড়া পৌর শহরের লঞ্চঘাট এলাকার ভোটার সোহেল মিয়া জানান, এতো বড় একটা ঘূর্ণিঝড় গেলো, উপজেলা পরিষদের কোনো প্রতিনিধি আমাদের খোঁজ খবর নেয়নি। যে সব সময় আমাদের খোঁজ খবর নিবে, এলাকার উন্নয়নে কাজ করবে এমন যোগ্য প্রার্থীকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করবো। 

চম্পাপুর ইউনিয়নের পটুয়া গ্রামের ইয়াকুব আলী জানান, আমাদের এলাকার অনেক রাস্তাঘাট এখনো কাঁচা। এলাকাবাসীর উন্নয়নে যে সবচেয়ে বেশি প্রতিশ্রুতি দিতে পারবে তাকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করবো।

কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার গোলাম মস্তফা জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে ম্যাজিস্ট্রটসহ পুলিশ সদস্য রয়েছেন। আশা করছি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবো।

ইমরান/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়