ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

কয়রায় কপোতাক্ষ নদের বাঁধ মেরামত সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২ জুন ২০২৪   আপডেট: ১৬:০৮, ২ জুন ২০২৪
কয়রায় কপোতাক্ষ নদের বাঁধ মেরামত সম্পন্ন 

খুলনার কয়রার দশহালিয়া এলাকার কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া বাঁধ মেরামত শেষ হয়েছে। রোববার (২ জুন) বাঁধ মেরামত সম্পন্ন হয়। এলাকার তিন শতাধিক মানুষ বাঁধটি মেরামতে অংশ নিয়েছিলেন। এর আগে, গত মঙ্গলবার ওই বাঁধ মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হন এলাকাবাসী। 

এলাকাবাসী জানান, গত মঙ্গলবার দুপুরে জোয়ারের আগে বাঁধের ভাঙা অংশে মাটি ফেলে পানি আটকে দেওয়া হয়। পরে বাঁধের দুই পাশ প্রতিরক্ষায় বালুর বস্তা ও টিউব সরবরাহ নিয়ে জটিলতা দেখা দেয়। এর ফলে জোয়ারের পানিতে ফের ভেঙে যায় বাঁধটি।

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে গত ২৬ মে রাতের জোয়ারে কয়রা উপজেলার দশহালিয়া এলাকাসহ চার স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয় ২০ গ্রাম। পরে অন্য তিন স্থান মেরামত করা গেলেও দশহালিয়ার বাঁধ মেরামত করা যায়নি। স্থানীয়দের পরিশ্রম ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ছয় দিন পর বাঁধ মেরামত সম্পন্ন হয়।

আরো পড়ুন:

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) খুলনা-২ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত চেষ্টায় এবার বাঁধটি প্রাথমিকভাবে মেরামত কাজ শেষ হয়েছে।

এদিকে, দাকোপের কামিনীবাসিয়ার বাঁধ মেরামত হওয়ায় অবশেষে গ্রামবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। অনেকেই এখন বাড়ি ফিরতে শুরু করেছেন। অনেককে আবার ভেঙে যাওয়া বসতঘর সংস্কার করতে দেখা গেছে। পাউবোর নেতৃত্বে শ্রমিকরা কয়েকবার এ বাঁধটির ভাঙন আটকানোর চেষ্টা করলেও নদীর প্রবল জোয়ারের তোড়ে তা বিলীন হচ্ছিল। 

নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়