ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কুমিল্লায় ব্যবসায়ীর বিরুদ্ধে ৫০ ভরি স্বর্ণ আত্মসাতের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ২ জুন ২০২৪  
কুমিল্লায় ব্যবসায়ীর বিরুদ্ধে ৫০ ভরি স্বর্ণ আত্মসাতের অভিযোগ

সিসিটিভি’র ফুটেজে অভিযুক্ত ইয়াদ আলী

কুমিল্লায় চারটি দোকান থেকে অন্তত ৫০ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে গোল্ড প্লেটেড অলংকারের ব্যবসা করা ইয়াদ আলীর বিরুদ্ধে।

শনিবার (১ জুন) কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকার স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে। রোববার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকায় ইমিটেশন গয়নার ব্যবসা করছেন ইয়াদ আলী ও তার ভাই আকরাম হোসেন।

আরো পড়ুন:

শনিবার দুপুরে ইয়াদ তার দোকানে আসা ক্রেতাদের অলংকার দেখানোর কথা বলে ছাতিপট্টি এলাকার বিপাশা শিল্পালয়, ফারুক জুয়েলার্স, কুমিল্লা জুয়েলারি ও অপর্ণা শিল্পালয় থেকে অন্তত ৫০ ভরি স্বর্ণ তার দোকানে নিয়ে যান। পরে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন দোকান থেকে নেওয়া স্বর্ণালংকার ফেরত দেননি তিনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি।

বিপাশা শিল্পালয়ের ম্যানেজার প্রসেনজিৎ বণিক বলেন, ‘ইয়াদ এসে বলেন, তার দোকানে ক্রেতা এসেছে। ক্রেতারা যেসব মডেলের অলংকার চাচ্ছে সেগুলো তার দোকানে নেই। তাই সে আমাদের দোকানে এসে বিভিন্ন ডিজাইনের অন্তত ১৫ ভরি স্বর্ণালংকার ক্রেতাদের দেখানোর কথা বলে নিয়ে যায়। বিকেল ৪টায় গিয়ে দেখা যায় তার দোকান বন্ধ। রাতেও তাকে খুঁজে পাওয়া যায়নি। আমরা থানায় অভিযোগ করেছি।’

এ বিষয়ে বাংলাদেশ জুয়েলারি সমিতির কুমিল্লা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ জামান বলেন, ‘আমরা সমিতির পক্ষ থেকে খোঁজ খবর রাখছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করছি এ প্রতারককে দ্রুত সময়ে গ্রেপ্তার করতে।’

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘ইয়াদ নামে এক যুবক বিভিন্ন দোকান থেকে অন্তত ৫০ ভরি স্বর্ণ ও কিছু নগদ টাকা নিয়ে পালিয়েছে। ছেলেটির বাড়ি পাবনা। আমরা তদন্ত করছি।’

রুবেল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়