নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার সভাপতি নাহিদ, সম্পাদক রফিকুল
সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বাঁয়ে মো. নাহিদ মিয়া, ডানে মোহাম্মদ রফিকুল ইসলাম
সড়ক নিরাপত্তায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই-এর ধামরাই শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মো. নাহিদ মিয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম।
রোববার (২ জুন) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, শনিবার বিকেল ধামরাই উপজেলা অডিটোরিয়ামে এক সভায় সর্বসম্মতিতে ৭৯ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
১৯ সদস্যের সম্পাদকমণ্ডলীতে সহসভাপতি হয়েছেন মো. ইমরান হোসেন, ডি. এইচ শামীম ও মো. আনিস-উর-রহমান (স্বপন)। সহ সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুল আলীম, মো. শুকুর আলী ও মো. রাশেদুল ইসলাম।
এতে মো. তানভীর রহমান হয়েছেন অর্থ সম্পাদক। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. ওয়াহিদ মিয়া।
কমিটির দপ্তর সম্পাদক আল-মাহমুদ (পরশ), প্রচার সম্পাদক মো. সোহেল রানা, প্রকাশনা সম্পাদক শরিফ উল আলম রাজু, সড়ক দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. নিলয় চৌধুরী (অর্ক), আইন বিষয়ক সম্পাদক আ্যাড. মো. আবু তারেক, সাংস্কৃতিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. মঞ্জুরুল হোসেন (মুন্না), মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার ও যুব বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান অনিক।
এ কমিটিতে কার্যকরী সদস্য করা হয়েছে ২০ জনকে ও সাধারণ সদস্য করা হয়েছে ৪০ জনকে।
কমিটির সদস্যদের শপথ পাঠ করান ধামরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন।
এর আগে, কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র গোলাম কবির।
সভা থেকে অতিথি ও নিরাপদ সড়ক কার্যক্রম পরিচালনায় বিশেষ অবদানের জন্য সংগঠনের সদস্যদের সম্মাননা স্মারক দেওয়া হয়।
সাব্বির/সনি