ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

লোহাগড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ৩ জুন ২০২৪  
লোহাগড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

নড়াইলের লোহাগড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৩৮ কোটি ৬২ লাখ ৪৮ হাজার ৬৯৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

রোববার (২জুন) বিকালে পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক আলহাজ সৈয়দ মসিয়ূর রহমান প্রস্তাবিত এই বাজেট উপস্থাপন করেন।

বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ৪ কোটি ৩২ লাখ ৪৮ হাজার ৬৯৩ টাকা। বাজেটে রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ৮০ লাখ ২০ হাজার ৪২০ টাকা। তা ছাড়া রাজস্ব টাকায় মোট উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ৩৮ কোটি ৬২ লাখ ৪৮ হাজার ৬৯৩ টাকা।

প্রস্তাবিত বাজেট সভায় উপস্থিত ছিলেন- পৌরসভার সচিব তফিকুল আলম, ইঞ্জিনিয়ার রতন কুমার রায়, প্যানেল মেয়র ও জয়পুর ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ দাস ভুন্ডুল, হিসাব রক্ষক উজ্জ্বল কান্তি সরকার, কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূঁইয়া, আনিচুর রহমান, মিলু শরিফ, ফয়সাল আহমেদ ফারুক,পলাশ শেখ, উজ্জ্বল শেখ, শাহাজাহান সিরাজ বিদ্যুৎ, সাবু আহম্মেদ, মহিলা কাউন্সিলর (প্যানেল মেয়র) রাজিয়া সুলতানা বিউটি, খালেদা জামান, ইয়াসমিন বেগম প্রমুখ।

শরিফুল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়