ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

১৬০০ কেজির ‘বাংলার রাজার’ দাম ৩৫ লাখ টাকা!

এনাম আহমেদ, বগুড়া  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ৩ জুন ২০২৪   আপডেট: ১৮:৩৬, ৩ জুন ২০২৪

‘বাংলার রাজা’ দেখতে অনেকটা হাতির মতো। পুরো শরীরের চামড়ায় সাদা লোমের মাঝে দু’-একটা ত্যারাবাকা কালো লোমের ছোপ। ঘাড়, দুই চোখ ও চোয়ালজুড়ে কালো লোমের ছোপ স্বতন্ত্র দিয়েছে। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের ৪০ মণ ওজনের ষাঁড়টি হাঁক ছাড়লে যেন বাড়ি কেঁপে ওঠে। প্রতিদিন অনেক মানুষ ষাঁড়টি দেখতে খামারে ভিড় জমায়। বাংলার রাজাকে দেখতে বা কিনতে চাইলে যেতে হবে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে আজিজুল ইসলাম শাওনের খামারে। 

ষাঁড়টির মালিক আজিজুল হক শাওন বলেন, বাড়ির গাভী থেকে ষাঁড়টির জন্ম। জন্মের পর ৫ বছর আগে বাবা পল্টুর কাছে আবদার করে ষাঁড়টি নিয়ে শখের বসে পালন করছেন। প্রতি বছর হাটে, টিভিতে, পত্রিকায় বড় বড় গরুর কথা শুনে এবং ছবি দেখে তার নিজের একটি ষাঁড় পালন করার ইচ্ছে জাগে। পরে পালন করতে করতে এখন ওজন ১৬০০ কেজি। 

শাওন বলেন, ‘আমি আমার শখ পুরণ করেছি। আমি ষাঁড়টি প্রদর্শনীতে উঠিয়েছিলাম। সেটির যে ওজন এই ওজনের ষাঁড় রাজশাহী বিভাগের মধ্যে একটিও নেই। বিভিন্ন হাটে গিয়েছি, আমি নিজ চোখে এত বড় ষাঁড় এর আগে কখনও দেখিনি। এত বড় ষাঁড় দেখে মানুষ অবাক হয়ে যায়।’ 

এবার কোরবানির ঈদে তিনি ষাঁড়টিকে বিক্রি করতে চান। কেউ যদি কেনেন, তিনি ঈদের আগের দিন পর্যন্ত নিজ খরচে পালন করবেন।

শাওনের বাবা পল্টু বলেন, ‘বাড়িতে আগে থেকে গরু পালন করা হয়। ছেলে গরুটিকে পালন করে বড় করতে চেয়েছে। আমি তাতে সায় দিয়েছি। প্রতিদিন গরুটির পেছনে ১০০০ টাকা খরচ হয়। গরুকে ভূষি, খৈল, খড়, ধানের কুড়া, কাঁচা ঘাস খাওয়ানো হয়।’ 

ষাঁড়ের নাম ‘বাংলার রাজা’ কেন জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের মধ্যে সেরা গরু হবে, এ জন্য ‘বাংলার রাজা’ নাম রাখা হয়েছে।

কেমন দামে ষাঁড়টি বিক্রি করতে চান জানতে চাইলে পল্টু বলেন, ‘৩৫ লাখ টাকা আমাদের চাওয়া দাম। ক্রেতারা তো দামদর করে নেবে। ষাঁড়টি পালতে ৫ বছরে আমাদের প্রায় ২২ লাখ টাকা খরচ হয়েছে। আপাতত খামার থেকে বিক্রির চেষ্টা করা হচ্ছে। যদি বিক্রি না হয় তাহলে ঈদের ৫ দিন আগে ঢাকার হাটে উঠাব।’ 
 

/বকুল/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়