ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ভাইয়ের মৃত্যু 

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ৩ জুন ২০২৪  
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ভাইয়ের মৃত্যু 

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুন) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি দক্ষিণপাড়া মসজিদের কাছে দুর্ঘটনাটি ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়ারা হলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নোয়াকান্দা গ্রামের মো. নিজাম উদ্দিনের মালয়েশিয়া প্রবাসী ছেলে মিঠুন মাতুব্বর (৩৪) ও ছোট ছেলে ভাঙ্গা কলেজের একাদশ শ্রেণির ছাত্র অন্তর মাতুব্বর (১৯)।

উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান, দুই ভাই মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে তাদের বাড়ি ভাঙ্গা উপজেলার নোয়াকান্দি গ্রামে যাচ্ছিলেন। হিরণ্যকান্দি দক্ষিণপাড়া মসজিদের কাছে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান চালক। এসময় মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুই ভাই। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মিঠুন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন। অপর ভাই অন্তর মাতুব্বরকে ঢাকা পাঠানো হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরো পড়ুন:

তিনি আরো জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পযর্ন্ত তাদের পরিবার থেকে অভিযোগ পাওয়া যায়নি। 

বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়