ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

গাজীপুর সড়ক দুর্ঘটনায় নার্সের মৃত্যুর গুজবে বাসে আগুন 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ৩ জুন ২০২৪  
গাজীপুর সড়ক দুর্ঘটনায় নার্সের মৃত্যুর গুজবে বাসে আগুন 

নার্সের মৃত্যুর গুজবে বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোর এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের নিচে চাপা পড়ে স্থানীয় হাসপাতালের নার্স গুরুতর আহত হয়েছে। তবে তার মৃত্যু হয়েছে— এমন সংবাদে বিক্ষুব্ধ জনতা ওই বাসে আগুন ধরিয়ে দিয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। 

সোমবার (৩ জুন) রাত পৌনে ৯টার দিকে দুর্ঘটনা ঘটে। ঘটনার পরে প্রায় ৩০ মিনিট সড়কে যান চলাচল বন্ধ থাকে। 

এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে মহানগরীর নাওজোর ১০তলা পোশাক কারখানার সামনে তাকওয়া পরিবহনের বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন এক নার্স। এতে সবাই ধারণা করে তার মৃত্যু হয়েছে। পরে বিক্ষুব্ধ লোকজন বাসে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।  

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সিদ্দিক বলেন, ‘ওই নার্সকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে বলে আমরা জানি না। তবে বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিয়েছে। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে।’

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে বাসটির বেশিরভাগ পুড়ে গেছে।

রেজাউল/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়