খুনের মামলা তুলে নিতে বৃদ্ধাকে মারপিট ও বসতবাড়ি ভাঙচুর
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে খুনের মামলা তুলে নিতে রিবা বেগম (৮০) নামে এক বৃদ্ধাকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে।
সোমবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঁকা গ্রামের সাবেক মেম্বার কামরুল ইসলামের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী রিবা বেগমের বাড়িতে হামলা চালিয়ে বসত ঘর ভাঙচুর করেছে। এসময় তারা ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুরসহ নগদ টাকা ও প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের গহনা লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী বৃদ্ধা রিবা বেগম অভিযোগ করে বলেন, ২০১৩ সালে আমার ছেলে মনিরুল ইসলামকে স্থানীয় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। ওই খুনের ঘটনায় লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকারীরা আমার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে। কিন্তু মামলা তুলে না নেওয়ার কারণে সাবেক মেম্বার কামরুলের নেতৃত্বে বসত বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার বলেন, ওই গ্রামের সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শরিফুল/ফয়সাল