ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

চুনারুঘাটে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু 

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ৪ জুন ২০২৪   আপডেট: ১৬:৫৩, ৪ জুন ২০২৪
চুনারুঘাটে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি চাষ করার সময় বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। মঙ্গলবার (৪ জুন) উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর দক্ষিণ হাওরে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া কৃষকরা হলেন- উপজেলার মিরাশী ইউনিয়নে ভুলারজুম গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুস সালাম (৪০) ও রূপসপুরের সতীশ দেবনাথের ছেলে প্রসু দেবনাথ (৪০)।

মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী তালুকদার জানান, সালাম ও প্রসু দেবনাথ পাওয়ার টিলার দিয়ে রূপসপুর দক্ষিণ হাওরের একটি জমি পাওয়ার টিলারের সাহায্য চাষ করছিলেন। এ সময় বজ্রপাত হলে প্রসু দেবনাথ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় সালামকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক সালামকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‌‘বজ্রপাতে দুই জন মারা যাওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনী  প্রক্রিয়ায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়