রেমালে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার বর্ষার আগেই শেষ হবে
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গণমাধ্যমে বক্তব্য দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম
‘বর্ষাকাল শুরু হওয়ার আগেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার করা হবে। গুরুত্বপূর্ণ স্থানে স্থায়ী বাঁধ নির্মাণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। ভাঙন এলাকায় জিও ব্যাগ দেওয়া হবে।’
মঙ্গলবার (৪ জুন) দিনভর বরগুনার নদী তীরবর্তী বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে বিকেল সাড়ে চারটায় পাথরঘাটায় এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।
তিনি আরও বলেন, নদী ভাঙ্গনে কোনো লোকের কষ্ট পেতে হবে না। সরকার কাজ করে যাচ্ছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁধ প্রধানমন্ত্রী নিজে দেখে গেছেন। তার নির্দেশে আমিও পরিদর্শন করতে এসেছি। পাথরঘাটার জিনতলা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। এখানে সাড়ে তিন কিলোমিটার বেড়িবাঁধ স্থায়ীভাবে করা হবে। পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ সব এলাকায় স্থায়ীভাবে বাধঁ নির্মাণ করা হবে।
এসময় তার সঙ্গে ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, বরগুনা-২ আসনের সংসদ সদস্য নাদিরা সুলতানা এবং পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তারা।
ইমরান/ফয়সাল