ঢাকা     বৃহস্পতিবার   ২৭ জুন ২০২৪ ||  আষাঢ় ১৩ ১৪৩১

ফুটবল খেলার সময় বজ্রপাতে নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ৪ জুন ২০২৪   আপডেট: ২১:৪৪, ৪ জুন ২০২৪
ফুটবল খেলার সময় বজ্রপাতে নিহত ২

ফুটবল খেলার সময় সিরাজগঞ্জের চৌহালীতে আকস্মিক বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ শিশু। মঙ্গলবার (৪ জুন) বিকেলে উপজেলার এনায়েতপুর থানার বেতিল চরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বেতিল চরের তারা মিয়ার ছেলে আল আমিন হোসেন (২৭) ও আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৩)।আহতরা হলো- বেতিল চরের ময়েন উদ্দিনের ছেলে সিয়াম (৭) ও বেলাল হোসেনের ছেলে মেহেদি হাসান (৮)। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বেতিল চরের একটি মাঠে শিশু-কিশোর ও এলাকার প্রাপ্ত বয়স্করা মিলে ফুটবল খেলছিল। হঠাৎ বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতে শিশুসহ ৪ জন ঝলসে যায়। এরপর তাদের স্থানীয় খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা প্রশাসন থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

অদিত্য/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়