শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

বরিশাল শেবাচিম হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা
বরিশালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) তৃতীয় তলায় ডায়ালাইসিস ইউনিটে সন্ধ্যায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আগুন আতঙ্কে ভর্তি থাকা রোগী এবং স্বজনরা হাসপাতাল ছেড়ে বাইরে বের হয়ে আসে। অগ্নিকাণ্ডের ঘটনা শুনে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসেন শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম।
ডায়ালাইসিস ইউনিটে ভর্তি থাকা রোগীর স্বজন আবু বকর সিদ্দিক বলেন, হঠাৎ করেই দেখতে পাই ওয়ার্ডের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি চিৎকার দিলে রোগীসহ সকল স্বজনরা হাসপাতাল থেকে দৌড়ে বের হয়ে যায়।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, আগুনের ঘটনা শুনে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই। ফায়ার সার্ভিস কর্মী, আনসার সদস্য ও মেডিক্যালের স্টাফসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।
আরিফুর/ফয়সাল