চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি
চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১০:৫৮, ৫ জুন ২০২৪
গত কয়েকদিনের গরমে পুড়ছিল চুয়াডাঙ্গার জনজীবন। অবশেষে নেমে এসেছে স্বস্তির বৃষ্টি। মঙ্গলবার (৪ জুন) রাত সোয়া ১০টার দিকে এ জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়।
চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তরের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও বৃষ্টির সম্ভাবনা আছে।
কৃষক হারেছ আলী বলেন, বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। এছাড়া ফসলের জন্যে অনেক উপকার হয়েছে। কারণ মাত্রই আউশ রোপণ শুরু হয়েছ, এ সময় প্রচুর পানির প্রয়োজন।
মামুন/কেআই