ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

কেন্দ্রে জীবন্ত ঘোড়া দেখিয়ে ভোট প্রার্থনা

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ৫ জুন ২০২৪   আপডেট: ১৪:৩২, ৫ জুন ২০২৪
কেন্দ্রে জীবন্ত ঘোড়া দেখিয়ে ভোট প্রার্থনা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে জীবন্ত ঘোড়া প্রদর্শন করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। 

উপস্থিতি ভোটাররা জানান, ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেন শুভনের লোকজন জীবন্ত ঘোড়া ভোটকেন্দ্রে এনে প্রদর্শন করছেন। একই সঙ্গে কেন্দ্রে আসা ভোটারদের ঘোড়া মার্কায় ভোট দিতে বলছেন তারা।

সিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান আলী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি কেন্দ্রের ভেতরে থাকায় বিষয়টি বুঝতে পারিনি। তবে জীবন্ত ঘোড়া ভোটকেন্দ্রের মাঠে দেখার পর সরিয়ে দেওয়া হয়েছে। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ধরনের ঘটনা হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। 

বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম বারের মতো এবার ইভিএমে ১০৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম।

অদিত্য/ইমন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়