ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নাফ নদীতে বিজিবির ২ সদস্য গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ৫ জুন ২০২৪   আপডেট: ১৬:৪৪, ৫ জুন ২০২৪
নাফ নদীতে বিজিবির ২ সদস্য গুলিবিদ্ধ

ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) রাত ৯টার দিকে নদীটির রহমানের খাল নামক স্থানে তারা গুলিবিদ্ধ হন। তারা বর্তমানে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি’র টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যাটেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। আহত দুই বিজিবি সদস্যের নাম জানা যায়নি। 

লেফট্যাটেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, বিজিবি’র টেকনাফের নাজিরপাড়া বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ নৌ টহল দল নাফ নদীতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছিল। নদীর রহমানের খাল নামক স্থানে একটি নৌকার মুখোমুখি হন তারা। এসময় নৌকায় অবস্থানরত অস্ত্রধারী চোরাকারবারিরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ করতে থাকে। বিজিবির টহল দলও আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। চোরাকারবারিদের গুলিতে বিজিবির ২ সদস্য আহত হন। একপর্যায়ে চোরাকারবারিরা গুলি বর্ষণ করতে করতে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে চলে যায়। আহত বিজিবি সদস্যরা রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

আরো পড়ুন:

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়