ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

চট্টগ্রামে কাঠের গুড়ো মিশিয়ে হলুদ-মরিচের গুড়ো তৈরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ৫ জুন ২০২৪   আপডেট: ১৭:৫৫, ৫ জুন ২০২৪
চট্টগ্রামে কাঠের গুড়ো মিশিয়ে হলুদ-মরিচের গুড়ো তৈরি

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল গুড়ো মসলা উদ্ধার করা হয়

আসন্ন কোরবানি ঈদে চাহিদাকে সামনে রেখে চট্টগ্রামে কাঠের গুড়ো মিশিয়ে হলুদ ও মরিচের গুড়ো তৈরি করা হচ্ছিল। চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জের কারখানায় অভিযান চালিয়ে এমন চিত্র উদঘাটন করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। 

বুধবার (৫ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহানের নেতৃত্বে খাতুনগঞ্জের সেবাগলিতে এ অভিযান চালানো হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, তিনটি মশলার কারখানায় অভিযানে দেখা যায় সেখানে কাঠের গুড়ো এবং বিভিন্ন ধরনের রঙ মিশিয়ে হলুদ ও মরিচের গুড়োসহ বিভিন্ন ধরনের মশলা তৈরি করা হচ্ছে। অভিযানের খবর পেয়ে কারখানার মালিকরা পালিয়ে যায়। এ কারণে তাদের তাৎক্ষণিক জরিমানা ও শাস্তির আওতায় আনা যায়নি। 

ভ্রাম্যমাণ আদালত কারখানাগুলো সিলগালা করে দেয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। 

রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়