ঢাকা     বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৪ ১৪৩২

চুয়াডাঙ্গায় ২০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ৫ জুন ২০২৪  
চুয়াডাঙ্গায় ২০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১

চুয়াডাঙ্গায় দুটি স্বর্ণের বারসহ কাওসার (৪০) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

আটক কাওসার মুন্সীপুর গ্রামের মৃত আব্দুস কুদ্দুসের ছেলে।

বুধবার (৫ জুন) বিজিবি চুয়াডাঙ্গা-৬ এর অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার কুতুবপুর সীমান্তে অটোচালক কাওসারকে আটক করে বিজিবি। এ সময় তাকে তল্লাশী করে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক কাওসারকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

মামুন/এএ


সর্বশেষ

পাঠকপ্রিয়