ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

জাল ভোট দিতে গিয়ে ধরা, গুনতে হলো ১০ হাজার টাকা

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ৫ জুন ২০২৪  
জাল ভোট দিতে গিয়ে ধরা, গুনতে হলো ১০ হাজার টাকা

নয়াগ্রাম হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রে দিলাল হোসেন জাল ভোট দেওয়ার চেষ্টা করেন

সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে যাওয়ায় এক যুবককে অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (৫ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার সুলতানপুর নয়াগ্রাম হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন তিনি। 

এই যুবকের নাম দিলাল হোসেন। তিনি উপজেলার গোয়াবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে। সকাল ৮টা থেকে জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। 

পুলিশ সূত্র জানায়, দিলাল হোসেন জাল ভোট দেওয়ার চেষ্টা করলে হাতেনাতে ধরা পড়ে। পরে দোষ স্বীকার করায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচনকালীন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। 

আরো পড়ুন:

রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রের ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নুর/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়