ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

ডোমারে ওষুধের দোকানে জরিমানা, প্রতিবাদে ধর্মঘট

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ৫ জুন ২০২৪  
ডোমারে ওষুধের দোকানে জরিমানা, প্রতিবাদে ধর্মঘট

জরিমানা করার প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলা শহরে ধর্মঘট শুরু করেছেন ওষুধ দোকানের মালিকরা। বুধবার (৫ জুন) দুপুরের পর বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ডোমার শাখার আহ্বানে এই ধর্মঘট শুরু হয়।

এর আগে, একই দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি ডোমার শহরের ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে শহরের ফাহিম মেডিসিন কর্ণারকে পাঁচ হাজার ও গোল্ডেন ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করেন তিনি।

এদিকে, ওষুধের দোকান বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগীর স্বজনরা। ওষুধ কিনতে এসে দোকান বন্ধ দেখে তাদের ফিরে যেতে দেখা গেছে। 

আতিক নামের স্থানীয় ব্যবসায়ী বলেন, ‘বাড়িতে বাবা-মা অসুস্থ। ওষুধ কিনতে এসেছিলাম। দেখি সব ওষুধের দোকান বন্ধ। এখন যদি রোগীর কিছু হয় তাহলে এর দায় কে নেবে?’ 

ওষুধ ব্যবসায়ীরা বলেন, ভ্রাম্যমাণ আদালত জরিমানা করতেই পারে। সেটা সমস্যা না। তবে, ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে আসা পুলিশের এক সদস্য ব্যবসায়ীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন। যেটা কখনোই কাম্য ছিল না।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ডোমার শাখার সাধারণ সম্পাদক মানু হোসেন বলেন, ‘অহেতুক তাদের হয়রানি করায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।’ 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুইটি দোকানকে জরিমানা করা হয়েছে। কারো সঙ্গে খারাপ আচরণ করা হয়নি।’

সিথুন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়