ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

কালাপাড়ায় জয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৪

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ৫ জুন ২০২৪  
কালাপাড়ায় জয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৪

পটুয়াখালীর কালাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত ‘ঘোড়া’ প্রতীকের আব্দুল মোতালেব তালুকদারের সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে পরাজিত ‘দোয়াত কলম’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান কোক্কার কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন চার জন। এদের মধ্যে গুরুতর দুই জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৫ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় ঘটনাটি ঘটে। গুরুতর আহতরা হলেন- মোকসেদ (৪৪) ও সাইমুন ইসলাম তুষার (২২)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মোতালেব তালুকদারের বাসভবন থেকে বাড়ি ফিরছিলেন সমর্থকরা। নাচনাপাড়া চৌরাস্তা এলাকার খান হোটেলের সামনে পৌঁছালে পরাজিত প্রার্থী আখতারুজ্জামান কোক্কার ছেলে শিমু মিরার নেতৃত্বে তাদের ওপর হামলা হয়। এসময় জয়ী চেয়ারম্যান প্রার্থীর চার সমর্থক আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

এ বিষয়ে জানতে আখতারুজ্জামান কোক্কার ছেলে শিশু মিরার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি আহম্মদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ‘ঘোড়া’ প্রতীকের আব্দুল মোতালেব তালুকদার। তিনি পেয়েছেন ৩২ হাজার ২৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আল সাইফুল ‘আনারস’ প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৬১ ভোট। আক্তারুজ্জামান কোক্কা ‘দোয়াত কলম’  প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩৮৮ ভোট। কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়