উপজেলা নির্বাচন
হোমনায় এমপির স্ত্রীতে আস্থা, দুই উপজেলায় নতুন মুখ
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কুমিল্লার নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম ও হোমনা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টা হতে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টা পর্যন্ত।
হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রেহানা বেগম। তিনি কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদের স্ত্রী। এছাড়া প্রথমবার উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করে বাজিমাত করেছেন চৌদ্দগ্রাম উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ বাবু ও নাঙ্গলকোট উপজেলার আওয়ামী লীগের সদস্য নাজমুল হাসান বাছির।
বুধবার (৫ জুন) রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ বড়ুয়ার দেওয়া বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা গেছে, হোমনা চেয়ারম্যান পদে রেহেনা বেগম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাজার ২৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ২৩০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে উপজেলার আসাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল পাঠান তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান টিপু টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৯১৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমা আক্তার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী আইনজীবী লীগের সদস্য খন্দকার হালিমা বেগম হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ১১৩।
চৌদ্দগ্রামে চেয়ারম্যান পদে মো. রহমত উল্লাহ বাবুল আনারস প্রতীক নিয়ে ১ লাখ ২৪ হাজার ৮৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম গোলাম ফারুক দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯৭৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসহাক খান বই প্রতীক নিয়ে ১ লাখ ১৯ হাজার ৭৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ এস এম শাহিন মজুমদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৮৪৩৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি হাজেরা আক্তার ববি কলস প্রতীক নিয়ে ১ লাখ ২৩ হাজার ৬৫০ ভোট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রহিমা আক্তার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪৯৭ ভোট।
নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান পদে নাজমুল হাসান বাছির ভূঁইয়া দোয়াত কলম প্রতীক নিয়ে ৪৬ হাজার ৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ৩১২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সদস্য মো. আব্দুর রাজ্জাক চশমা প্রতীক নিয়ে ৪৮ হাজার ৫২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ তৌহিদুর রহমান তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাজার ৭১৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহরিনা আক্তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে ৫৫ হাজার ৬৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসা. কুলসুম আক্তার হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৩৮৭ ভোট।
রুবেল/ইমন